উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
নীতিবাক্য নেই | ||||||
জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা | ||||||
রাজধানী | ঢাকা | |||||
বৃহত্তম নগরী | রাজধানী | |||||
রাষ্ট্রভাষা (সমূহ) | বাংলা | |||||
সরকার | সংসদীয় গণতন্ত্র | |||||
- | রাষ্ট্রপতি | জিল্লুর রহমান | ||||
- | প্রধানমন্ত্রী | শেখ হাসিনা | ||||
স্বাধীনতা | পাকিস্তান থেকে | |||||
- | ঘোষিত | ২৬ মার্চ ১৯৭১ | ||||
- | বিজয় দিবস | ১৬ ডিসেম্বর ১৯৭১ | ||||
আয়তন | ||||||
- | মোট | ১৪৭,৫৭০ বর্গকিমি (৯৪তম) ৫৫,৫৯৯ বর্গমাইল | ||||
- | জলভাগ (%) | ৭.০ | ||||
জনসংখ্যা | ||||||
- | ২০০৯ আনুমানিক | ১৬২,২২০,৭৬২ [১] (৭ম) | ||||
- | ২০০১ আদমশুমারি | ১২৯,২৪৭,২৩৩ | ||||
- | ঘনত্ব | ১০৯৯ /বর্গকিমি (১১তম) ২৯১৮ /বর্গমাইল | ||||
জিডিপি (পিপিপি) | ২০০৯ আনুমানিক | |||||
- | মোট | $২৪২.১৮ বিলিয়ন[২] (৪৫তম) | ||||
- | মাথাপিছু | $১,৪৭০.৩৮ (১৫২তম) | ||||
জিনি সহগ? (২০০৫) | ৩৩.২[৩] (মধ্যম) | |||||
মানব উন্নয়ন সূচক (২০০৭) | ০.৫৪৩[৪] (মধ্যম) (১৪৬তম) | |||||
মুদ্রা | টাকা (বিডিটি ) | |||||
সময় স্থান | বিডিটি (ইউটিসি+৬) | |||||
- | গ্রীষ্মকালীন (ডিএসটি) | +৭ (ইউটিসি+৭) | ||||
ইন্টারনেট টিএলডি | .বিডি | |||||
কলিং কোড | +৮৮০ (সাবকোডসমূহ) | |||||
1 | গণনাকৃত জনসংখ্যা, পৃ.৪, আদম শুমারি ২০০১, প্রাথমিক প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (২০০১-০৮)। |
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে ৯৩তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। তবে ১৯৭৫ খ্রিস্টাব্দের তুলনায় বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মূল্যস্ফীতি সমন্বয়কৃত) প্রায় দ্বিগুণ হয়েছে, এবং ১৯৯০-এর শুরুর দিককার তুলনায় দারিদ্র্যহার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ "পরবর্তী একাদশ" অর্থনীতিসমূহের তালিকায় স্থান করে নিয়েছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের পরিবর্ধন বাংলাদেশের এই উন্নতির চালিকাশক্তিরূপে কাজ করছে। এর কেন্দ্রবিন্দুতে কাজ করেছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিৎ বিকাশ।
বাংলাদেশের বর্তমান সীমারেখা নির্ধারিত হয় ১৯৪৭ সালের ভারত বিভাগের সময়, নবগঠিত দেশ পাকিস্তানের পূর্ব অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে। দেশটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানায় ভারত ও দক্ষিণ-পূর্ব সীমানায় মায়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর। উল্লেখযোগ্য, বাংলাদেশ ও ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ একত্রে একটি অবিচ্ছিন্ন বাংলাভাষী অঞ্চল গঠন করে যার ঐতিহাসিক নাম “বঙ্গ” বা “বাংলা”। এর পূর্বাংশ বা পূর্ব বাংলা ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ নামীয় পৃথক আধুনিক জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়।
গঙ্গা-ব্রহ্মপুত্রের উর্বর অববাহিকায় অবস্থিত এই দেশটিতে প্রতিবছর মৌসুমী বন্যা হয় ; আর ঘূর্ণিঝড়ও খুব সাধারণ ঘটনা। নিম্ন আয়ের এই দেশটির প্রধান সমস্যা পরিব্যাপ্ত দারিদ্র। তবে ২০০৫ খ্রিস্টাব্দের জুলাই মাসে বিশ্ববাংকের দেশভিত্তিক তথ্য অনুসারে দেশটি সাক্ষরতা বৃদ্ধি,শিক্ষা ক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য দূরীকরণএবং জনসংখ্যা বৃদ্ধি রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।[৫] তবে বাংলাদেশে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করছে যার মধ্যে রয়েছে বিস্তৃত রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি, বিশ্বায়নের প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলশ্রুতিতে তলিয়ে যাবার শঙ্কা।
এখানে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ও বিম্সটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া দেশটি জাতিসংঘ, ডব্লিউটিও, ওআইসি ও ডি-৮ এর সদস্য।
0 comments:
Post a Comment