Tuesday, January 12, 2010



এই সময়ের ব্যান্ড ফরমেটের আদল ভেঙে যাত্রা শুরু করেছে ব্যান্ড দল দূরবীন। একদল স্বপ্নবাজ তরুণ নিজেদের প্লাটফর্ম শক্ত করছে একসঙ্গে একই প্রত্যয়ে। এই ব্যান্ড দলটি প্রত্যেক সদস্যই আলাদাভাবে ক্যারিয়ার গড়ছে নিজস্ব যোগ্যতাই।
ব্যান্ডদের দলনেতা শহীদ বলেন, ‘আমরা ব্যান্ড রেজ্যুলেশনে নিজস্ব কোনো বাধ্যবাধকতা রাখিনি।

অধিকাংশ ব্যান্ডই থাকে ভোকাল নির্ভর। যেখানে ব্যান্ডের দলনেতা বা ভোকালই থাকেন মূল লাইনআপে। কিন্তু দূরবীনের সবাই তারকা। এখানে সবার জন্যই সমান স্পেস দিয়ে রেখেছি আমরা। আমরা নিজেরা ব্যক্তিগত কাজে যেমন একে অপরের কাছে ছুটে আসি তেমনি ব্যান্ডে পারসোনাল ক্যারিয়ার গড়ার কাজে একে অপরকে সহযোগিতা করি।’ ব্যান্ডের প্রায় সব সদস্যরাই তাদের নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন একইভাবে।

এরই মধ্যে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে দূরবীনের আরেক ভোকালিস্ট রুমী এখন মিউজিক ডিরেক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত। এ ছাড়া নিজেকে গায়ক হিসেবেও দাঁড় করিয়েছেন। সস্প্রতি রুমীর মিউজিক কম্পোজিশনে রিলিজ হয়েছে দূরবীনের আরেক সদস্য শুভর একক অ্যালবাম ‘সাদা মাটা’। রুমী নিজেও কাজ করছেন তার নতুন সলো অ্যালবামের।’

নিজেদের ব্যান্ডের কাজ নিয়ে এভাবেই বলেন শহীদ। তার কথায়, ‘আমরা পরিবারের সদস্যদের মতো করেই ব্যান্ডদলের কার্যক্রম পরিচালনা করি। নিজেদের সলো ক্যারিয়ারে যেমন সবাই যার যার অবস্থানে থেকে চেষ্টা করি, তেমনি ব্যান্ডের প্র্যাকটিস বা কোনো কনসার্ট থাকলে সেই সবকিছু ভুলে আবার একজোট হই।’

তবে রুমী জানান অন্য কথা। তার কথায়, ‘আমাদের ব্যান্ডের গুরুজন হলেন শহীদ ভাই। তার প্রাণান্ত চেষ্টাতেই এই ব্যান্ডটির আজকের অবস্থানে এসেছে। এখনো কোনো প্রতিভাবান ছেলেকে দেখলেই তাকে নিযে আসে দূরবীনের আলো দেখাতে শুরু করেন। গান পাগল এই মানুষটার জন্যই আমরা এখনো দূরবীন দিয়ে স্বপ্নে সেই দূরের আলোগুলোকে সামনে দেখতে পাই।’

ধানমন্ডির মুক্তমঞ্চ ঘিরে রোজ সন্ধ্যায় যে জটলা বসে, সেখানেই দূরবীন দলের প্রতিদিনের আড্ডা। এভাবেই সিগারেটে ফু দিয়ে নতুন কোনো আইডিয়ার প্যাচাল শুরু। অতঃপর রুমীর স্টুডিও গান বাধা। সম্প্রতি শহীদ গেয়েছেন তারকাবহুল মিক্সড অ্যালবাম ‘দুয়ার’ এ। এই অ্যালবামে তানভীর তারেকের কথা ও সুরে গেয়েছেন দুটি গান যা মুক্তি পেয়েছে এটিএন মিউজিকের ব্যানারে।

পেশাগত দিক থেকে একেবারে প্রফেশনাল হলেও দূরবীন যে কারও সহযোগিতায় কাজ করে স্বতঃস্ফূর্তভাবে। এভাবেই একে একে নিজেদের পথে এগোয় ব্যান্ডদল দূরবীন। নিজেদের ব্যান্ড অ্যালবামের কাজের বাইরে কলকাতার শুভমিতার সঙ্গে গান করে এলেন শহীদ। খুব শিগগিরই তাদের এই দ্বৈত গানের অ্যালবাম বাজারে মুক্তি পাবে। নিজেদের কাজ নিযে এভাবেই যৌথভাবে এগিয়ে যেতে চান দূরবীনের সদস্যরা।

0 comments:

Post a Comment